প্রকাশ পেয়েছে আন্তার্জাতিক কবিতা ম্যাগাজিন ‘শব্দগুচ্ছ’র বাইশ বছর পূর্তি সংখ্যা। এ সংখ্যায় রয়েছে- বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পোল্যান্ড, গ্রীস, ইটালি, লিথিয়নিয়া ও ইরানের ৩২ জন কবি ও অধ্যাপকের লেখা। রয়েছে বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষ্যে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস বার্নস-এর বিশেষ প্রবন্ধ।
কবিতার নানা দিক নিয়ে লিখেছেন নিউইয়র্কের পোয়েট লরিয়েট এলিসা অস্ট্রিকার। দ্বিভাষিক পর্বে আছেন পোলিশ কবি কাজিমেয়ারেজ বুরনাথ, মার্কিন কবি স্ট্যানলি এইচ বারকান ও বাংলাদেশের কবি বায়তুল্লাহ্ কাদেরী। ‘কন্টেম্পোরারি বাংলাদেশি পোয়েট্রি’ এন্থোলাজি নিয়ে আলোচনা (সর্ট রিভিউ) লিখেছেন মার্কিন কবি উইলিয়াম হেয়েন।
এর প্রচ্ছদ করেছেন- ইটালির চিত্র শিল্পী জানপিয়োরো এক্টিস।
বাংলা৭১নিউজ/এবি