বাংলা৭১নিউজ, প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতাঁরা ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ব্লগার, লেখক ও প্রকাশক বাচ্চু হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছেন।
নিহতদের ‘জঙ্গি’ দাবি করে মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘তারা ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ৪ জনের মধ্যে দুইজন। এদের একজনের নাম শামিম ওরফে কাকা ওরফে বোমা শামিম এবং অপরজন একলাস।’
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ইউনিয়নের সাতগাঁও এলাকার কেসি রোডে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার জায়েদুল আলম আরো বলেন, ‘পূর্বের ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় কেসি রোডে চেকপোস্ট বসাই। রাত একটার দিকে মোটরসাইকেলযোগে দুইজন সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই দুজন। মরদেহ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছে পুলিশ। সূত্র: জাগোনিউজ।
বাংলা৭১নিউজ/জেএস