ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন তিনি। এবার সিগারেটের পরিত্যাক্ত অংশ দিয়ে পোশাক তৈরি করে আলোচনার জন্ম দিলেন উরফি।
কয়েক দিন আগে উরফি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা পোড়া সিগারেটের পরিত্যাক্ত অংশ কুড়িয়ে নিচ্ছেন তিনি। পরবর্তীতে সেই সিগারেট দিয়ে পোশাক তৈরি করছেন। আর সেই পোশাক পরে বিভিন্নভাবে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এই অভিনেত্রী।
ক্যাপশনে উরফি লিখেছেন, ‘সিগারেট থেকে পোশাক। এজন্য এত দিন আমার হাত থেকে সিগারেটের গন্ধ আসছিল।’ উরফির এ ভিডিও দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ তার সৃজনশীলতার প্রশংসা করছেন। অনেকে তাকে কটাক্ষ করেও মন্তব্য করেছেন।
‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।
বাংলা৭১নিউজ/এসএকে