পোল্যান্ডে বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির রাজধানীতে ওয়ারশতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে হোটেল গ্ৰোমানের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটির বিভিন্ন প্রান্ত থেকে স্বতস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয়। দীর্ঘদিন ধরেই পোল্যান্ডে বাংলাদেশিদের তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সম্প্রতি করোনা মহামারিজনিত বাধ্যবাধকতা এর অন্যতম কারণ। বর্তমান সরকারি নিষেধাজ্ঞা না থাকায় সব বয়সীদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। এ যেন পোল্যান্ডের বুকে এক টুকরো বাংলাদেশ!
প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেতে উঠেছিল সেদিন। এ মিলনমেলা যেন প্রবাসে একটি ছোট বাংলাদেশে। ঈদ উপলক্ষে সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক এমনকি প্রবাসীদের বিদেশি স্বামী ও স্ত্রীরাও বাংলাদেশি পোশাকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফজলে রাব্বী। শুরু হয় ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গণসংগীত দিয়ে। এরপর তানিয়া আফরিনের কোরিওগ্ৰাফিতে নৃত্য পরিবেশন করেন ইশমাম ও তানিয়া। সংগীত পরিবেশন করেন মাহদীসহ আরও অনেকে।
উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল নারীদের পিলো পাসিং খেলা, ছেলেদের ফুটবল পাসিং, বড়দের মোরগ লড়াই, বাচ্চাদের মিউজিকাল চেয়ার ও ফান বক্স। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় দেশীয় খাবার দিয়ে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের, অনুষ্ঠানে অর্থায়নকারী প্রতিষ্ঠানদের ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ড. মাহবুবুর রহমান ও শেখ এরশাদুর রহমান।
সার্বিক আয়োজনে ছিলেন শরিফ আহমেদ, সিদ্দিকুর রহমান, তানিয়া আফরিন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানকে সফল করতে আর্থিক সহযোগিতা করেছে একুশ বাংলাদেশি প্রতিষ্ঠান।
আমন্ত্রিত অতিথিদের সবাই অনুষ্ঠান উপভোগ করে আনন্দ করেছেন। সবাই এমন আয়োজন বেশি বেশি করতে জোর দেন। এছাড়াও পোল্যান্ডে সবাই একটি কমিউনিটি গড়ে তুলতে দাবি জানান। বিশেষ করে বাংলাদেশি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করতে জোর দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, একটা সময় পোল্যান্ডে বাংলাদেশিদের কমিউনিটি অ্যাসোসিয়েশন ছিল যা সবার সমন্বয়হীনতার জন্য সফলতার মুখ দেখেনি। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে নতুন উদ্যমে প্রবাসে একটি সুন্দর ছোট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে পোল্যান্ডে বাংলাদেশি ছিল মাত্র দু-তিনশ। তখন সবাইকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হতো কিন্তু এখন প্রায় পাঁচ হাজার বাংলাদেশি পোল্যান্ডে বসবাস করছেন। বাংলা কমিউনিটি দিনদিন বড় হচ্ছে সেদিক লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এটা সবার সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
বাংলা৭১নিউজ/এসএইচ