বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০

পোলার্ড-বাটলারের ব্যাটে মুম্বাইয়ের রোমাঞ্চকর জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
Kieron Pollard of Mumbai Indians during match 41 of the Vivo IPL ( Indian Premier League ) 2016 between the Royal Challengers Bangalore and the Mumbai Indians held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 11th May 2016 Photo by Ron Gaunt / IPL/ SPORTZPICS

বাংলা৭১নিউজ,ডেস্ক: কিয়েরন পোলার্ডের ১৯ বলে ৩৫ ও জস বাটলারের ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসের কাছে হার মানলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

রোমাঞ্চকর ম্যাচে শেষ অবধি ৮ বল ৬ উইকেট হাতে রেখে সহজ জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

অথচ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫১ রান করে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শেষ চার ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ৪৪ রান, হাতে ৬ উইকেট। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শেষ চারে উঠে এলো রোহিত শর্মার দল। ১০ ম্যাচে ৬ হারে টেবিলের ষষ্ঠ স্থানেই থাকলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

১৫২ রানের জয়ের লক্ষে খেলতে নেমে বিপাকেই পড়ে মুম্বাই। শুরু থেকেই আস্কিং রান রেট বেড়ে চলছিল দলটির। ১০০ রান পূর্ন হতেই চলে যায় ১৫.৩ ওভার। শেষ ৪ ওভার প্রয়োজন পড়ে ৪৪ রানের। ১৭ তম ওভারে পোলার্ড-বাটলার মিলে ১৮ রান তুললে সমীকরণ অনেকটা সহজ হয়। মাত্র ২১ বলে ৫৫ রানের ‍অবিচ্ছিন্ন জুটি গড়ে মুম্বাইকে রোমাঞ্চকর জয় উপহার দেন পোলার্ড ও বাটলার।

মুম্বাইয়ের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন আমবাতি রাউডু। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ওপেনার রোহিত শর্মা করেন ২৫ রান।

ব্যাঙ্গালুরুর বরুণ অ্যারন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন চাহাল ও অরভিন্দ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের অর্ধশতকে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যদিও শুরুটা তাদের মোটেও ভালো ছিলো না। ১৭ রান তুলতেই বিরাট কোহলি ও ক্রিস গেইলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ব্যাটিংয়ে ছন্দ হারানো গেইল এদিনও নিজেকে খুঁজে পাননি। টিম সাউথির বলে আউট হয়েছেন মাত্র ৫ রান করে। কোহলি করেন ৭ রান।

দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন ডি ভিলিয়ার্স ও লোকেশ রাহুল। এ জুটি ৪৩ রান যোগ করলে বিপর্যয় সামলে ওঠে ব্যাঙ্গালুরু। হার্ডিক পান্ডিয়ার বলে রাইডুর হাতে ডি ভিলিয়ার্স ক্যাচ তুলে দিলে ভাঙ্গে তৃতীয় উইকেট জুটি। লোকেশ রাহুল অবশ্য ব্যাট চালিয়ে যান। ৫৩ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছক্কায়।

শেন ওয়াটসন করেন ১৫ রান। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন এ ব্যাটসম্যান। শেষ দিকে শচিন বেবির ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংসে দেড়’শ পেরোয় ব্যাঙ্গালুরু।

টিম সাউদি, মিশেল ম্যাকক্লেঘান ও হার্ডিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com