বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

পোগবার গোল কেড়ে নিল ফিফা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৮৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শনিবার কাজানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ফ্রান্স৷ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গ্রিজমান এগিয়ে দেন ফরাসি দলকে৷ ৬২ মিনিটে পেনাল্টি থেকেই গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জেডিনাক৷ ৮০ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল করেন পোগবা৷ ফাদার্স ডে’র গিফট হিসাবে বাবাকে সেই গোল উৎসর্গও করেন ম্যান ইউ তারকা৷ যদিও পোগবার গোল নিয়ে সংশয় ছিল ফিফার মনে৷ শেষমেশ যাবতীয় সংশয় দূর করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ তারা পোগবার কাছ থেকে গোলের কৃতিত্ব কেড়ে নেওয়াই উচিত মনে করে৷

পোগবার গোল নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন তুলেছিলেন তাঁর ক্লাব কোচ মোরিনহো৷ তাঁর মতে গোলটির পিছনে পোগবার যতটা না কৃতিত্ব আছে, তার থেকে অনেক বেশি দায়ি অস্ট্রেলিয়া ডিফেন্ডার আজিজি বেহিচের ফাইনাল টাচ৷ পোগবার চিপ আজিজের পায়ে লেগেই অজি গোলকিপারের মাথার উপর দিয়ে গিয়ে প্রতিহত হয় ক্রসবারে৷ তবে মাটিতে ড্রপ করার সময় গোললাইন পার করে যায়৷

ফিফা প্রাথমিকভাবে গোলটিকে পোগবার গোল হিসাবেই চিহ্নিত করে৷ তবে পরে ভিডিও বিশ্লেষণে নিজেদের ভুল শুধরে নেন ফিফা অফিসিয়ালরা৷ ফিফার তরফে পরে গোলটিকে আজিজের আত্মঘাতী গোল হিসাবেই উল্ল্যেখ করা হয়৷

পোগবা অবশ্য তার জন্য বিন্দুমাত্র হতাশ নন৷ বরং দল ম্যাচ জেতার তিনি খুশি প্রকাশ করেছেন৷ গোলের কৃতিত্ব হাতছাড়া হওয়া প্রসঙ্গে পোগবা বলেন, ‘অস্বীকার করার জায়গা নেই আমার গোলটির ক্ষেত্রে অস্ট্রেলিয়া ডিফেন্ডারের সাহায্য ছিল৷ তবে গোল যেভাবেই আসুক না কেন, দল পুরো পয়েন্ট ঘরে তুললে দারুণ লাগে৷ দিনের শেষে সেদিকেই লক্ষ্য থাকে সবার৷ আমি তো মনে করি যে, আপনি নিজে গোল করুন বা অন্য কাউকে দিয়ে গোল করান, পা দিয়ে গোল করুন অথবা কান বা নাক দিয়ে, আসল করা হল দলের জয়৷ বিপক্ষের জালে বল জড়ানো এবং ম্যাচ জয়, এগুলিই হল আসল বিষয়৷ ম্যাচটা জিতে মাঠ ছাড়তে পারায় আমি ভীষণ খুশি৷’

বাংলা৭১নিউজ/এসবিএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com