বা্ংলা৭১নিউজ, ডেস্ক: ব্রাজিল কেন কোনোদিন অলিম্পিকে পদক জেতেনি তার রহস্য উন্মোচন করলেন ফুটবল সম্রাট পেলে। তবে সেটা মজার ছলেই। কোনও অলিম্পিকেই পেলে খেলেননি। সে কারণেই ব্রাজিল অলিম্পিকে পদক জেতেনি বলে মজা করেছেন পেলে।
পেলে বলেছেন, আমার বন্ধুদের সঙ্গে এই বলে মজা করছিলাম যে, ব্রাজিল কখনও অলিম্পিকের পদক জেতেনি, কারণ আমি খেলিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস ব্যাচ ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে গত বৃহস্পতিবার সংস্থাটির সর্বোচ্চ সম্মান দেন। ওই অনুষ্ঠানে ৭৫ বছর বয়সী পেলে বলেন, বন্ধুদের সঙ্গে এটা নিয়ে আমি মজা করি। কারণ আমরা আসলে কখনও অলিম্পিক পদক পাইনি। আমরা সব সময় ইতিবাচক ভাবি যে, আমরা হয়ত অলিম্পিকের শিরোপা পেতে পারি। তাই আরও একবার নেইমারদের জন্য আশা নিয়ে তাকিয়ে থাকব রিও অলিম্পিকের দিকে। এবার হয়ত সেই স্বাদ পূরণ হবে।
বা্ংলা৭১নিউজ/সিএইস