বাংলা৭১নিউজ, মুসাফির নজরুল, মাগুরা প্রতিনিধি: মাগুরার বহুল আলোচিত ট্রাকে পেট্রোল বোমায় ৫ বালু শ্রমিক নিহতের মামলায় মাগুরা-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার হোসেন খান আজ সোমবার মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন। তিনি মহামান্য হাইকোর্টের বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহম্মেদের বেঞ্চ থেকে এ আগাম জামিন লাভ করেন। মনোয়ার খান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য।
মামলার আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল জানান, ২০১৫ সালে মাগুরা সদরের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত হয়। মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হক ও মাগুরা জেলা বিএনপি’র সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ২৩ জনের নামে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওসি ইমাউল হক। অন্য আসামীরা হলেন-জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস, সেক্রেটারী মুস্তার বাকের, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেন, মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি কিজিল খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাড. মিজানুর রহমানসহ ছাত্রদল, যুবদলের কয়েকজন নেতা-কর্মী।
এ মামলায় অন্য আসামীরা জামিনে আছেন। মনোয়ার হোসেন খান দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে সোমবার হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।
বাংলা৭১নিউজ/জেএস