শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পেট্রোলবোমা হামলা মামলার বিচারিক কার্যক্রম স্থগিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ২০৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মুসাফির নজরুল, মাগুরা প্রতিনিধি : মাগুরার চাঞ্চল্যকর পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলার বিচারিক কার্যক্রম হাইকোর্টের আদেশে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থগিত করেছেন। আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন মঙ্গলবার মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
আসামী পক্ষের আইনজীবী এ্যাভোকেট রোকনুজ্জামান খান জানান, মামলার ১ নম্বর আসামী মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ ৩১ জুলাই ২০১৭ তারিখে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের চার্জ গঠনের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মিফতা উদ্দিন চৌধুরী এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চে মামলা বাতিল চেয়ে আবেদন করলে গত ১৫ নভেম্বর ২০১৭ তারিখে এক আদেশের মাধ্যমে হাইকোর্ট বেঞ্চ মামলার সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান বলেন, ‘মঙ্গলবার মামলার সাক্ষীর দিন ধার্য ছিল। আমরা আদালতে সাক্ষী হাজিরা দেই কিন্তু আসামী পক্ষের আইনজীবীরা হাইকোর্টের আদেশের সত্যায়িত কপি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে জমা দিলে বিচারক মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।’
উল্লেখ্য, বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলা হয়। এ সময় ট্রাকের চালক, হেলপাসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ট্রাক চালক ইমরান, শ্রমিক মতিন, শাহিন, শাকিল ৪ জন মারা যায়। এ ঘটনায় পর দিন ২২ মার্চ এএসআই আব্দুল সালাম বাদী হয়ে মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামী করে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। মামলার গ্রেফারকৃত ৩ আসামী সাদ্দাম, সবুজ ও রাসেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করে। দীর্ঘ তদন্ত শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক ১৬ আগস্ট ২০১৫ তারিখে ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ৩১ জুলাই ২০১৭ তারিখে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। চার্জভুক্ত আসামীরা হচ্ছেন, মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামাতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক চার্জভুক্ত জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি মনোয়ার হেসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মুস্তারাশেদ বাকের, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেন, মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মাগুরার সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কিজিল খান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. মিজানুর রহমানসহ ছাত্রদল, রবিউল ইসলাম নয়ন, আবু তাহের সবুজ, জালাল মোল্যা, মাহাবুব হোসেন মাহাবুব, আল আমীন, জাকারিয়া হোসেন, বাদশা মিয়া, বাশি মিয়া, মোঃএরশাদ, এ্যাডভোকেট অহিদুর রহমান সজল ও মোঃ হিট্টু বিশ্বাস। চার্জশীটে থাকা ২৩ জনের মধ্যে রাসেল নামে একজননের বিচার কাজ শিশু আইনে আওতায় নেয়ার জন্য আগেই শিশু আদালতে চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com