বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: পেকুয়া উপজেলা শিলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোছাইনকে জেল হাজতে প্রেরণ করেছে অাদালত।
জায়গা জমির বিরোধ নিয়ে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক অাহবায়ক সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার নাসির উদ্দিন বাদশা এর দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার (৭ জুন) সকালে তিনি চকরিয়া ম্যাজিস্ট্রেট অাদালতে অাত্মসমর্পন করলে তার জামিন না মঞ্জুর করেন অাদালত জেলহাজতে প্রেরণের নিদেশ দেন বলে জানা গেছে।
বাদির আইনজীবি এডভোকেট লুৎফুর কবির জানান, বিদেশ সফর করায় হাজিরা দিতে ব্যর্থ হন চেয়ারম্যান নুরুল হোছাইন । যার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে অাদালত।
বাংলা৭১নিউজ/জেএস