রাজবাড়ীর কালুখালীতে মালবাহী ট্রাকের ধাক্কায় হযরত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া ভ্যানচালক বাপ্পি মল্লিক (১৮) নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হযরত আলী মন্ডল (৫৫) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়াল পাড়া গ্রামের মৃত হাসেন মন্ডলের ছেলে ও আহত ভ্যানচালক বাপ্পি মল্লিক (১৮) স্বর্ণগড়া গ্রামের জহিরুল মল্লিকের ছেলে।
জানা গেছে, নিহত ভ্যানচালক রাজবাড়ীর পাংশা থেকে ভ্যানে পেঁয়াজ নিয়ে সোনাপুর হাটে যাওয়ার পথে কালুখালী উপজেলাধীন বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা বাসস্ট্যান্ড মোর সংলগ্ন চরচিলোকা নামক এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সিমেন্ট ভর্তি ট্রাকের সংঘর্ষে ভ্যানের ওপর থাকা যাত্রী হযরত প্রামাণিক ঘটনাস্থলে নিহত হন এবং ভ্যানচালক বাপ্পি গুরুতর আহত হন। গুরুতর আহত ভ্যানচালক বাপ্পিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
নিহতের ছেলে নয়ন আলী মন্ডল বলেন, আমার বাবা ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে পেঁয়াজ ভর্তি ভ্যান নিয়ে পার্শ্ববর্তী উপজেলার সোনাপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক এসে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একজন নিহত অবস্থায় পড়ে আছেন এবং আরেকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ