ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে তুরস্ক, ইজিপ্ট, চায়না ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তাতে অনেক খরচ পড়ে যাচ্ছে। আমার ধারণা, আগামী বছর পর্যন্ত পেঁয়াজ ৫৫ টাকা কেজির নিচে দাম হবে না।
বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালেয় বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ পড়ে প্রতিকেজি ৪৫ টাকা। সেটা ৬০ থেকে ৬৫ টাকার নিচে খুচরা বাজারে বিক্রি করা যাবে না। তিনি বলেন, পেঁয়াজে ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই। আমরা আশাবাদী, আগামী তিন বছরের মধ্যে দেশী পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশে। সেক্ষেত্রে পেঁয়াজের দাম কমতে সময় লাগবে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এএম