বাংলা৭১নিউজ,ঢাকা: ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ২০১৪-২০১৫ অর্থবছরে ৩১০ দশমিক ৪৪ বিলিয়ন টাকা বেশি বিনিয়োগ হয়েছে যা গত ২০১৩-২০১৪ অর্থবছরের তুলনায় ৪৫ দশমিক ৪৬ শতাংশ বেশী বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
আজ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে টেবিলে উত্থাপিত দিদারুল আলমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, ‘২০১৪-২০১৫ অর্থবছরে বিনিয়োগ বোর্ড কর্তৃক প্রস্তাবিত নিবন্ধিত স্থানীয় এবং যৌথ ও ১০০ শতাংশ বিদেশী বিনিয়োগ হয়েছে ৯৯৩দশমিক ৩৫ বিলিয়ন টাকা (প্রায় ১২ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার)। তৎপূর্ববর্তী ২০১৩-২০১৪ অর্থবছরে বিনিয়োগ বোর্ড কর্তৃক প্রস্তাবিত নিবন্ধিত স্থানীয় এবং যৌথ ১০০ শতাংশ বিদেশী বিনিয়োগ হয়েছে ৬৮২ দশমিক ৯১ বিলিয়ন টাকা (প্রায় ৮ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার)।
উপরের তথ্য থেকে প্রতীয়মান হবে যে, ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ২০১৪-২০১৫ অর্থবছরে ৩১০দশমিক ৪৪ বিলিয়ন টাকা (৩ দশমিক ৯৪ বিলিয়ন ডলার) বেশি বিনিয়োগ হয়েছে যা পূর্ববর্তী ২০১৩-২০১৪ অর্থবছরের তুলনায় ৪৫ দশমিক ৪৬ শতাংশ বেশী।
বাংলা৭১নিউজ/সিএইস