সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসি পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস্ (পাই) এবং ওয়ান ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (ওকে ওয়ালেট) এর মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং ওয়ান ব্যাংকের এফএভিপি মো. মোজাফ্ফর হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন।
এ সময় পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ওয়ান ব্যাংকের এসইভিপি মীর্জা আজহার আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ