পূবালী ব্যাংক পিএলসি এবং এস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের (এয়ার এস্ট্রা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীতে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও হেড অব কার্ড বিজনেস ডিভিশন এনএম ফিরোজ কামাল এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোজাম্মেল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং হেড অব কার্ডস ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের অধীনে পূবালী ব্যাংকের সব কার্ডহোল্ডার (ডেবিট ও ক্রেডিট) এয়ার এস্ট্রা থেকে বিমান ভাড়ায় ১০ শতাংশ ছাড়সহ অন্যান্য সুবিধা উপভোগ করবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ