প্রবাসীদের জন্য রেমিট্যান্সে বাড়তি আড়াই শতাংশ প্রণোদনা দেবে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। বৈধপথে রেমিট্যান্স পাঠালে সরকারের পক্ষ থেকে নগদ আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে পূবালী ব্যাংকের পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিআইএন)-ভিত্তিক রেমিট্যান্স পাঠালে মিলবে ৫ শতাংশ প্রণোদনা।
সোমবার (২০ নভেম্বর) পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বাড়তি প্রণোদনার নির্দেশনা তাদের সব শাখা ও উপশাখাসহ সংশ্লিষ্ট অফিসে পাঠিয়েছে।
এতে বলা হয়, অর্থনীতির উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনা করে এবং প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিংচ্যানেলের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করার জন্য আমাদের ব্যাংক শুধুমাত্র ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম এবং ব্যাংক মাস্কটেরমাধ্যমে গৃহীত কেবলমাত্র পিআইএন-ভিত্তিক রেমিট্যান্সের বিপরীতে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি ব্যাংকের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত আড়াই শতাংশ নগদ প্রণোদনাসহ ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই তিনটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্সের বিপরীতে ৫ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এআরকে