জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করেছে পূবালী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে সুর মিলিয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মো. শাহনেওয়াজ খান এবং মো. আনিসুজ্জামান।
ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং উর্ধ্বতন নির্বাহীরা সভায় বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তব্য দেন। প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে পূবালী ব্যাংকের পক্ষ থেকে ভোলা, গোপালগঞ্জ, সাতক্ষীরার জেলার ছয়টি এতিমখানায় অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সাহায্য এবং খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কমসূচির আওতায় খুলনার ডুমুরিয়া (গুটুদিয়া) থেকে বান্দা রোডে উপকূলীয় অঞ্চলে নারকেল গাছ রোপন করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ