ক্ষেতের ধান খাওয়ায় আগুন দিয়ে বাবুই পাখির ৩৩টি ছানা পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে জালাল সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (১০ এপ্রিল) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে পাখিপ্রেমীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনে জালাল সিকদারের একটি ধানের ক্ষেত রয়েছে। সে ক্ষেতের পাশের তালগাছে বেশ কয়েকটি বাবুই পাখির বসবাস। শুক্রবার ক্ষেতের ধান খাওয়ার অজুহাত তুলে বাবুই পাখি বাসায় আগুন দেয় জালাল সিকদার। এতে ৩৩টি ছানা পুড়ে মারা যায়।
স্থানীয় পাখিপ্রেমী রিয়াজুল ইসলাম বলেন, ঝালকাঠি বন বিভাগকে শনিবার (১০ এপ্র্রিল) লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। যদিও ঘটনাটি খুলনা বন ও বন্যপ্রাণী বিভাগের আওতাধীন। ঝালকাঠি অফিস হচ্ছে সামাজিক বন বিভাগের। তবুও বিষয়টি দেখব।
অভিযুক্ত জালাল সিকদার বলেন, ক্ষেতের ধান খেয়ে ফেলায় আর্থিক লোকসানের চিন্তায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এ জন্য অনুতপ্ত ও লজ্জিত।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ছানা পোড়ানোর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/এমকে