শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে তামিমদের বাড়িওয়ালা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ: গুলশান হামলার ‘মূলহোতা’ তামিম চৌধুরীসহ নারায়গঞ্জে নিহত তিন ‘জঙ্গির’ বাড়িওয়ালা নূর উদ্দিন দেওয়ানকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় পুলিশ একটি বাড়িতে অভিযান চালালে তিন ‘জঙ্গি’ নিহত হয়।

নারায়ণগঞ্জ শহর থেকে বেশ ভেতরে পাইকপাড়ার বড় গোরস্তানের পূর্ব পাশে তিন তলার বাড়িটির উপর তলায় মাসখানেক আগে ভাড়া নেয় জঙ্গিরা। আলাদা কোনো নামফলক না থাকলেও ওই এলাকার সবাই এটাকে নুর উদ্দিনের বাড়ি বলে চিনে।

দক্ষিণমুখী বাড়িটির পেছনে পুকুর রয়েছে। আর জঙ্গিরা তিন তলার উত্তর দিকে অর্থাৎ পুকুরের দিকে ভাড়া থাকতো। তাদের বাসার দরজা-জানালা সবসময় বন্ধ থাকতো।

জানা গেছে, বাড়িওয়ালা নূর উদ্দিন দেওয়ান মজুদদারির ব্যবসা করেন। তার তিন ছেলে। এলাকায় তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। নিয়মিত নামাজ পড়েন। বাড়ির পাশে তার আরও একটি টিনশেট ঘর আছে। যেখানে প্রায় ২৬টি পরিবার থাকে।

নূর উদ্দিনের টিনশেটের ভাড়াটিয়া আমির হোসেন বলেন, প্রায় ২০ বছর ধরে আমি এই এলাকায় থাকি। কোনোদিন তার সঙ্গে কারো কোনো ঝামেলা হতে দেখিনি।

স্থানীয়রা জানান, মূল অভিযান সকাল নয়টায় শুরু হলেও ভোররাত থেকে পুলিশের গাড়ি আসে। সকাল সাতটার দিকে পুলিশের সংখ্যা বাড়তে থাকে।

ওই বাসার পাশে এক দোকানি জানান, অভিযান চালানোর সময় পুলিশ তাদের দোকান বন্ধ করে দেয়ার জন্য বলে। পরে বাসায় অভিযান শুরু করে। ঘণ্টাখানেক পরে অভিযানের শেষ পর্যায়ে দুটি বিকট আওয়াজ শোনা যায়।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, তিন তলার ফ্ল্যাটে তিনটি ছোট ছোট রুম। অভিযানের সময় তিনজনই বাসায় ছিলেন। তবে বাসায় কোনো আসবাবপত্র ছিল না। একটি টেবিল ছিল। আর কিছু কাপড়-চোপড় ছিল। এছাড়া ‘জঙ্গিদের’ একটি কম্পিউটার ছিল। তারা হার্ডডিস্কসহ ভেঙে পুরো কম্পিউটার পুড়িয়ে ফেলে।

ওই এলাকার একাধিক ব্যক্তিকে নিহত তামিম চৌধুরীর ছবি দেখালেও কেউ তাকে দেখেননি বা চিনেন না বলে জানান। বাড়িওয়ালার চাচাতো ভাইয়ের ছেলে ফরমান দেওয়ান জানান, তারা ব্যাংক কর্মকর্তা ও ওষুধ কোম্পানিতে চাকরি করেন এই পরিচয়ে বাড়িভাড়া নেন। তিনি এই তিনজনকে দুদিন দেখেছেন রাতে মোটরসাইকেলে করে বাসায় দিয়ে গেছে, কিন্তু এ সময়ও তাদের মাথায় হেলমেট ছিল।

অভিযানের পর পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হকের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ভাড়াটিয়াদের তথ্য পুলিশকে সরবারহ করার নিয়ম মানা হয়েছিল কি না? এর উত্তরে আইজিপি বলেন, বিষয়টি পরে দেখা হবে। তবে বাড়িওয়ালা অভিযানে পুলিশকে সহায়তা করেছে।

এর আগে গত ২৬ জুলাই কল্যাণপুরের জাহাজবাড়িতে পুলিশের ‘অপারেশন স্টর্ম-টোয়েন্টি সিক্স’ অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত হয়। ওই ‘জঙ্গিরা’ও নিহত হওয়ার এক মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিল। তবে নিয়ম অনুযায়ী বাড়িওয়ালা ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে পুলিশকে সরবারহ না করার অপরাধে বাড়িওয়ালা আতাহার উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তার ছেলে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নির্ধারিত ফরমে ভাড়াটিয়াদের নির্দিষ্ট তথ্য দিতে একাধিকবার অনুরোধ করেছে পুলিশ। বাহিনীটি বলছে, কোনো বাড়ি ভাড়া নিয়ে সন্ত্রাসীরা ব্যবহার করলে এর মালিকও তাদের সহযোগী হিসেবে মামলার আসামি হতে পারেন।

কিন্তু পুলিশ বারবার সতর্ক করলেও বাড়ির মালিকরা ভাড়া দেয়ার আগে ভাড়াটেদের বিষয়ে নির্ধারিত তথ্য সংগ্রহ ও স্থানীয় থানায় সেগুলো জমা দেয়ার ক্ষেত্রে যথেষ্ট তৎপর নন বলে জানিয়েছে পুলিশ।

বাংলা৭১নিউজ/কেআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com