বাংলা৭১নিউজ ঢাকা: রাজধানীর আজিমপুরে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় তিনজন নারীকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যার পর আজিমপুর রোডের ২০৯/৫ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় জঙ্গিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, ওই বাড়িতে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যরা কাজ করছেন। ভেতরে দুটি দেহ দেখা গেছে, তবে তারা মারা গেছে কি-না তা এখনো নিশ্চিত নয়।
আটক এক নারীর নাম শারমিন বলে জানা গেছে। অপর দুজনের পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী। ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা চলছে।
বাংলা৭১নিউজ/এসএইস