রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

পুলিশ-গণসংহতির ধস্তাধস্তি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ১৩১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: পুলিশের সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করতে গেলে সচিবালয়ের সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করে। পুলিশের ব্যারিকেড ভেঙে গণসংহতি আন্দোলনের মিছিল জ্বালানি মন্ত্রণালয়ের দিকে এগোতে গেলে তখন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

বুধবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন পাপ্পু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে একটি মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ পথে ব্যারিকেড দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে আমাদের উচ্চবাক্য হয়। পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ আমাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও পরে ফের সমাবেশ করি।’

Gas-2

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তৈরি করা হয়েছে এজন্য যে যাতে করে গ্যাস কিংবা বিদ্যুতের মূল্য ও যে সমস্ত জ্বালানি বিষয় আছ-সেগুলোর দাম যেন সরকার ইচ্ছামতো বৃদ্ধি করতে না পারে। এনার্জি রেগুলেটরি কমিশন একটি নিয়ন্ত্রণ কমিশন।’

তিনি বলেন, ‘দেশ কিংবা বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য সরকার কিংবা তার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধি করার প্রস্তাব করলেও ভোক্তাদের জায়গা থেকে তাদের স্বার্থরক্ষার জন্য এই দাম বৃদ্ধি ন্যায়সঙ্গত কিনা-সেটা বিচার করার জন্য মাঝখানের এই প্রতিষ্ঠান হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন।’

গ্যাসের দামবৃদ্ধির কারণে সরকারের সমালোচনা করে সাকী বলেন, ‘তারা দুই পক্ষের বক্তব্য শুনবেন তারপর শুনানি করবেন এবং সিদ্ধান্ত নেবেন গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করার যৌক্তিক কি যৌক্তিক না। সেই এনার্জি রেগুলেটরি কমিশনের আইনে আছে বিশেষ কারণ ছাড়া এক বছরে দুইবার গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না। কিন্তু এই সরকার বিগত ১০ বছরে গ্যাসের দাম বিদ্যুতের দাম উপর্যুপরি বৃদ্ধি করে চলেছে। দেশের বিদ্যুতের একটি বড় অংশ গ্যাস থেকে তৈরি হয়। তাই গ্যাসের দাম বৃদ্ধি মানেই বিদ্যুতের দাম বৃদ্ধি।’

Gas-3

গণসংহতির প্রধান সমন্বয়ক বলেন, ‘নিম্নআয়ের মানুষ, গরীব মানুষ তাদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে একের পর এক তারা গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এইভাবে গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা লুটেরাজদের স্বার্থে দেশের মানুষকে বিপদে ফেলার তৎপরতা জনগণ মানবে না।’

তিনি বলেন, ‘আমরা জনগণের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সরকারের এই অপতৎপরতা রুখে দেব। সেইভাবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গণসংহতি আন্দোলন লড়াই চালিয়ে যাবে।’

বাংলা৭১নিউজ/এসক

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com