বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়া পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার-হয়রানি করছে না বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ (শনিবার) বেলা সোয়া ১১টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণবিবিধামালা সংক্রান্ত ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।
সিইসি বলেন, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনে নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সহায়তা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। সেটি থাকবে। পুলিশ আমাদের কথা মান্য করে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে। পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।
আপনারা নির্দেশনা দিলেও সরকারের নির্দেশ পুলিশ পালন করছে কি না জানতে চাইলে নুরুল হুদা বলেন, ‘সরকারের কোনো নির্দেশ নাই এখানে। নির্বাচন সংক্রান্ত বিষয়, আমাদের নির্দেশ মাঠে যায়। সেটাই প্রতিফলিত হয়।’
সভায় উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানমও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান ও ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার ২২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সূত্র: পার্সটুডে।
বাংলা৭১নিউজ/জেএস