বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারের বিশিষ্টি ব্যবসায়ী শহরের মিলন প্লাজার সাবেক মালিক সৌদি প্রবাসী মিলন রহমান (৫৪) ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্বহত্যার চেষ্টার সময় রেল পুলিশের হস্তক্ষেপে অল্পের জন্য সে প্রাণে বেচে যায়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টারদিকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী মিলন প্লাজার সাবেক মালিক সৌদি প্রবাসী মিলন রহমান জংশন ষ্টেশনের ৪ নম্বর প্লাটফরমের উত্তর পার্শ্বে বোনার পাড়া থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্বহত্যার চেষ্টা করার সময় পুলিশের হস্তক্ষেপে আল্পের জন্য সে প্রাণে বেচে যায়। এরিপোট লেখা পর্যন্ত তার আত্বহত্যার চেষ্টার কারন জানাযাযনি।
বাংলা৭১নিউজ/জেএস