বাংলা৭১নিউজ, রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ ভোর ৪টার দিকে উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন আহমেদ জানান, ডাকাতির চেষ্টাকালে টহল পুলিশের সঙ্গে আন্তজেলা ডাকাতদলের বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এসময় অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়।
পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণার করেন। নিহতের লাশ ওই হাসপাতাল মর্গেই রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এন