শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

পুলিশের ভয়ে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের ৪র্থ তলা থেকে লাফ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ১৮৪ বার পড়া হয়েছে
চাঁদপুর মডেল থানা থেকে জুয়ারিদেরকে আদালতে নিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে ১৭ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়ারী পালবাজারের কসাই আকবর হোসেন (৪২) পুলিশের হাত থেকে রক্ষায় ভবনের ৪র্থ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে হাত, পা ও কোমর ভেঙ্গে মারাত্বকভাবে আহত হয়। তাৎক্ষনিক তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক রাতেই গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর দেড়টায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমসহ বিভিন্ন রুম থেকে ‘ওয়ান টেন’ নামক জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ এলাকার ব্যবসায়ীরা জানান, আটককৃতদের মধ্যে দুলাল হোসেন, মো. সোহেল, বিল্লাল হোসেন বিপুল, মো. জসিম উদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃপক্ষের কাছ থেকে খেলার নাম করে রাতে হলরুমসহ বাকী রুমগুলো ভাড়া করে আসছেন। দুই বছর আগ থেকে এখানে ওয়ান-টেন, সুঁই, কাটা-কাটিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা চলমান। ১৭জনকে আটকের সময় আরো প্রায় ৭০জন জুয়ারি ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ছাদে উঠিয়ে সিঁড়িতে তালা লাগিয়ে দেয়া হয়। পুলিশ চলে যাওয়ার পর তারা সব বেরিয়ে আসে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২৭ হাজার ২শ’ ৫টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছেন: শহরের পুরাণ বাজার লোহারপুল এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মনু মিয়া (৩৮), হাজীগঞ্জ উপজেলার খাটরা বিলওয়াই গ্রামের আবিদ মিয়ার ছেলে মো. শাহ্ আলম (৩৫), শহরের জিটি রোড ষোলঘর এলাকার মৃত আলী আহমদ এর ছেলে মো. দুলাল হোসেন (৫৪), গুয়াখোলা এলাকার শাহ্জাহান বেপারীর ছেলে মো. সোহেল (৩৯), নাজির পাড়া এলাকার মো. ছিদ্দিকুরের ছেলে মো. সোহেল পারভেজ (৪০), মমিন পাড়া এলাকার আনোয়ার বেপারীর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), রহমতপুর কলোনীর ছামাদ মিয়ার ছেলে বাচ্চু ভুঁইয়া (৪৫), ফরিদগঞ্জ উপজেলার কড়–ইতলি গ্রামের মজিবুল্লাহ ছেলে হুমায়ুন কবির (৫০), সদর উপজেলার পূর্ব রামদাসদী গ্রামের শাহ্ দুলাল ভুঁইয়ার ছেলে বিল্লাল হোসেন বিপুল (৪৮), লক্ষ্মীপুর ইউনিয়নের বহিরয়া এলাকার নুরুল ইসলামের ছেলে সফিক খান (৪০), হাজীগঞ্জ মকিবাদ এলাকার মৃত কুরবান আলীর ছেলে মুকবুল হোসেন (৬০), শহরের পুরাণ বাজার নিতাইগঞ্জ এলাকার আলী আহম্মদ এর ছেলে হজি বেপারী (৩৮), ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. হান্নান ভুঁইয়া (৫০), শহরের তালতলা পাটওয়ারী বাড়ীর মো. রহুল আমিন পাটওয়ারীর ছেলে জাকির হোসেন পাটওয়ারী (৪০), কোড়ালিয়া রোডের তোরাব আলীর ছেলে মো. কামাল (৩৫), স্ট্যান্ড রোডের মৃত শহীদের ছেলে মো. সুমন (৩৮), তরপুরচন্ডী এলাকার মিরাজ মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩৭)।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com