বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের ধাওয়া খেয়ে একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আব্দুস সামাদ মোড়ল (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার হারুন-অর-রশিদ কলেজর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ মোড়ল পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার মৃত আছির মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ফাঁকা মাহেন্দ্র নিয়ে পাটকেলঘাটা ফিরছিলেন আব্দুস সামাদ। বিনেরপোতা বাইপাস সড়কের সামনে থেকে ট্রাফিক পুলিশ তাকে দাঁড়ানোর সংকেত দিলে তা অমান্য করে আব্দুস সামাদ মাহেন্দ্র নিয়ে দ্রুত গতিতে পাটকেলঘাটার দিকে চলে যায়। তখন পুলিশ ধাওয়া দিলে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে হারুন-অর-রশিদ কলেজের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সামাদ মোড়ল মারা যান।
পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এনএফ