বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে বিএনপির নেতৃবৃন্দ দলীয় কার্যালয়েই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, সৈয়দ জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, মশিউর রহমান মশু, আমিনুল হক, কোষাধ্যক্ষ এস এম মুসা, সহ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান খসরু, জেলা যুবদলের সাধারণ সম্পাক শাহাবুদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, ফারুক তালুকদার, রফিকুল ইসলাম রফিক, আনোয়ার পারভেজ, মহিলা নেত্রী আছিয়া রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শরীফুল ইসলাম সবুজ, মোয়াজ্জেম হোসেন, জেলাা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম, ছাত্রনেতা প্লাবন, জাকির, জুয়েল প্রমুখ ।
বাংলা৭১নিউজ/জেএস