তিনি বলেন, বৃহস্পতিবার প্রতিটি জেলা, প্রতিটি মহানগরে ইসলামী আন্দোলন মিছিল করবে। সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মেনে নেব না।
তিনি বলেন, বৃহস্পতিবার প্রতিটি জেলা, প্রতিটি মহানগরে ইসলামী আন্দোলন মিছিল করবে। সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মেনে নেব না।
পরে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে জমায়েতে বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের পাতানো কোনো নির্বাচনে যাবে না। ক্ষমতাসীন সরকার উন্নয়নের কথা বলে পাতানো নির্বাচন করে জনগণকে ধোঁকা দিতে চায়।
দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আজকে যদি নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে।
তিনি বলেন, তফসিল ঘোষণা করা হলে দেশে ভোটাধিকার আদায়ের আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে। ভোটাধিকার আদায়ে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তবে এখন আবার এমন কী হলো যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলো? প্রধান নির্বাচন কমিশনার কি কারো চাপে নির্বাচনী তফসিল ঘোষণা করতে যাচ্ছেন? প্রশ্ন রাখেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ