বুধবার, ০৮ মে ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

পুরোদমে ব্যাস্ত সময় কাটাচ্ছে শুটকি কারিগরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ২২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,আকাশ ইসলাম: পাখিদেরও যখন ঘুম ভাঙ্গেনি সূর্যি মামাও সমূদ্রস্নান শেষে আলোর কিরন দেয়নি তার আগেই দুবলার চরের জেলেরা ব্যস্ত হয়ে উঠেছে মাছ শিকারে।

ভোরের সূর্যের কিরন গায়ে পড়ার আগেই কাঁচা মাছ শিকার শুরু করে দেয় জেলেরা। তারপর তা রোদে শুকিয়ে শুটকি প্রক্রিয়া করা হয়। লইট্যা, রুপচাাঁদা, খলিসা, ছুরি, ভেদা, পোয়া, দাইতনা, মেদ, জাবা, কাইন, ভোলা, ঢ্যালা, চিংড়ি, সাদা মাছসহ অন্তত এক’শ প্রজাতির কাাঁচা মাছ শুকিয়ে এ শুটকি তৈরী করছেন জেলেরা। সাগরপড়ের দুবলা, মেহের আলী, আলোরকোল, অফিস কিল্লা, মাঝির কিল্লা, শেলার চর, নারকেল বাড়িয়া, ছোট আমবাড়িয়া, বড় আমবাড়িয়া, মানিক খালী, কবরখালী ও চাপড়া খালীস, কোকিলমনি সহ ১৫ টি চরাঞ্চালে এভাবেই শুটকি করেন জেলেরা।

জেলেদের সাথে কথা বলে জানা যায়, প্রতি আমবশ্যা ও পূর্ণিমার গোনে বেশি মাছ পাওয়া যায়। দক্ষিনাঞ্চলের সাতক্ষীরা, খুলানা, পাইকগাছা, পিরোজপুর, বরগুনা, মোংলা ও রামপালের বিভিন্ন এলাকা থেকে শুটকি তৈরীতে দুবলা জেলে পল্লীর অধীনে এসব চরে এসে অস্থায়ী বসতি গড়েন। আগামী ছয়মাস তারা এখানে শুটকি তৈরী করবেন। এ জন্য তারা আলাদা পারিশ্রমিক পাবেন। এই শুটকি চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করা হবে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বলেন, এবারের শুটকি প্রক্রিয়াকরন থেকে গতবছরের তুলনায় রাজস্ব আদায় বেশি হবে। জেলেরা তাদের শুটকি তৈরীতে এরই মধ্যে সাগর পাড়ের চরে ঘর তৈরী আবাস গড়েছেন। দিন-রাত এসব জেলেরা সাগরে নেমে কাঁচা মাছ সংগ্রহ করছেন এবং একই সাথে তা শুকিয়ে শুটকি তৈরী করছেন। জেলেদের জন্য আমরা ১ হাজার ২৫ টি ঘর বরাদ্দ দিয়েছে। জেলেরা কোন রকম অনিয়ম করতে না পারে সেজন্য আমাদের তদারিক বাড়ানো হয়েছে।

কোষ্টগার্ড পশ্চিমজোন (মোংলা সদর দপ্তর) অপারেশেন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জানান, দুবলায় এবার জেলেদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সুন্দরবন এবং সাগর এলাকায় দস্যু দমন অভিযান সবসময়ই অব্যাহত থাকে। যদিও সুন্দরবনকে এরই মধ্যে দস্যুমুক্ত ঘোষনা করা হয়েছে, তারপরও শুটকী প্রক্রিয়াকরনের জন্য জেলেদের বাড়তি নিরাপত্তা দিতে আরো কঠোর থাকবো।

পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) জয়নাল আবেদীন জানান, মোংলা থেকে নদী পথে দুবলা জেলে পল্লীর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। সুন্দরবন সংলগ্ন এ পল্লীর সকল কর্মকান্ড জেলেদের ঘিরে। সুন্দরবন অভ্যান্তরের ১৩ টি মৎস্য আহরন, প্রক্রিয়াকরন ও বাজারজাতকরন কেন্দ্র নিয়ে গঠিত দুবলা জেলে পল্লী ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com