বুধবার, ০৮ মে ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভৈরবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০ ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটছে: বাইডেন থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান ঘাম ঝরানো জয়ে দুই ম্যাচ রেখেই সিরিজ বাংলাদেশের আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ: ইসি ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯০, পানির নিচে শত শত শহর তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

পুরস্কার পেয়ে কাঁদলেন বাইডেন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক : বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে আমেরিকার সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়ে কাঁদলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেনকে এই বিরল সম্মাননা দেন ওবামা।

বাইডেনের আগে এই সম্মাননা পেয়েছেন পোপ দ্বিতীয় জন পল, প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন এবং জেনারেল কলিন পাওয়েল।

বাইডেনের গলায় সম্মাননা তুলে দেয়ার সময় তাকে ‘আমেরিকার ইতিহাসের সিংহ’ অভিহিত করেন ওবামা।

ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট থাকার শেষ মুহূর্তে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে পেরে আমি আনন্দিত।’

মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগে কেঁদে ফেলেন বাইডেন।

রুমাল দিয়ে অশ্রু মুছে তিনি বলেন, ‘আমি এর যোগ্য নই। আমি ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে চলেছে। প্রেসিডেন্ট মহোদয় আমি আপনার প্রতি ঋণী, আপনার বন্ধুত্বের প্রতি ঋণী এবং আমি আপনার পরিবারের প্রতি ঋণী।

উল্লেখ্য, ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে নানা বিষয়ে ওবামার সঙ্গে মতবিরোধ হয় তার। তবে দুজনের বন্ধুত্বের সম্পর্কে কখনও চিড় ধরেনি।

বরং বাইডেনের প্রতি ওবামার ধারণার বড় উদাহরণ তৈরি হলো ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ সম্মাননা দেয়ার মাধ্যমে। বাইডেনে আগে কোনো ভাইস প্রেসিডেন্টকে আর কোনো প্রেসিডেন্ট এত বড় সম্মাননা দেননি।

ভাইস প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা ইস্যুতে নীতি নির্ধারকের ভূমিকা পালন করেন। তিনিই ওসামা বিন লাদেনকে ধরতে নেভি সিল পাঠাতে ওবামাকে পরামর্শ দেন। আবার ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সেনার ভূমিকারও সমালোচনা করেন বাইডেন।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com