যুদ্ধকালে রণাঙ্গণে ইউক্রেনের গোয়েন্দাগিরির ভার সামলাচ্ছেন কিরিলো বুদানোভ (৩৭)। এই গোয়েন্দা প্রধান এবার দাবি করেছেন, তার এমন একজন সোর্স (সূত্র) আছে যিনি পুতিনের খুব কাছের মানুষ।
এ গোয়েন্দার দাবি, এমন দিনে গোয়েন্দারাও আড়ালে বসে থাকতে পারে না। তিনি বলেছেন, ‘এটা করা ছাড়া আর কিছুই করা সম্ভব নয় এই সময়ে।’
তার দাবি, ২০১৪ সালের ক্রিমিয়া যুদ্ধের সময় তার দেশ তথ্যহীনতায় ভুগেছিল। এবার তাই তারা ভিন্ন পথে হাঁটছেন। সেকারণেই রণাঙ্গণের তথ্যযুদ্ধে হেরে গেছে রাশিয়া।
কিরিলো বুদানোভ বলেছেন, ‘আমাদের নিজস্ব সোর্স রয়েছে। তার একজন পুতিন ঘনিষ্ঠ। আর সে কারণেই আমরা কী ঘটতে যাচ্ছে তা জানতে পারি।’
তবে ইউক্রেনীয় গোয়েন্দা প্রধানের এই দাবি সম্পর্কে এখনো রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এর আগে এক সামরিক ব্লগারকে হত্যার ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছিল মস্কো। তবে কিয়েভ সরাসরি সেই অভিযোগ নাকচ করে দিয়েছিল।
বাংলা৭১নিউজ/এবি