রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরো বেশি কাছাকাছি এসেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ‘সবচেয়ে কাছের বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন কিম। চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ এবং ‘সাহসী সেনা’দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী দুই দেশের মধ্যে ২০২৪ সালের চেয়েও ২০২৫ সালে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে।
চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করে বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে।
উল্লেখ্য, ইউক্রেন সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকার গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে।
শুধু তা-ই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র এবং গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। কিম কখনো এর বিরোধিতা করেনি। অভিযোগ, অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
২০২২ সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুটিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুটিনও উত্তর কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।
বাংলা৭১নিউজ/এআরকে