বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলির তে পুকুর খননের সময় প্রায় ১শ কেজি ওজনের কষ্টি পাথরের বিষœু মুর্তি উদ্ধার করেছে পুলিশ।
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম জানান, আজ বৃহস্পতিবার দুপুরে হিলির মংলা বাজার এলাকার জনৈক কামাল উদ্দিনের পুকুরে মাটি কাটার সময় শ্রমিকরা মুর্তিটি দেখতে পায়। এসময় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুর্তিটি কষ্টি পাথরের বিষœু মুর্তি বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এর উচ্চতা প্রায় ৩ফিট, প্রস্থ দেড় ফিট এবং ওজন প্রায় ১শ কেজি। পরিক্ষা নিরিক্ষা শেষে এর প্রকৃত মুল্য নির্ধারন করা হবে এছাড়াও মুর্তিটি প্রক্রিয়া মোতাবেক প্রতœতাত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস