বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বেলতলা পাড়া থেকে লাশটি উদ্ধার হয়। মৃত যুবক বেলতলাপাড়ার মিনারুল ইসলামের বাকপ্রতিবন্ধী ছেলে সাগর (২০)।
পারিবারিক সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১২টার দিকে সাগর কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ৩ দিন যাবৎ তাকে কোথাও পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্দুলবাড়িয়া গ্রামের দিনমজুর কৃষক মঈন উদ্দিন মাঠে যাওয়ার সময় তেলাপুকুর নামক একটি পুকুরে লাশ দেখে স্থানীয় লোকজনদের জানায়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে সাগরের লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম।
বাংলা৭১নিউজ/এমএস