বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াদার ইউনিয়নের বার্ত্তারকোনা গ্রামে রবিবার দুপুরে পুকুরে হাত-পা ধোতে গিয়ে পানিতে ডুবে রবিন মিয়া (৬) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ত্তারকোনা গ্রামের খাইরুল ইসলামের ছেলে রবিন মিয়া রবিবার দুপুরে বাড়ির সামনের পুকুরে হাত-পা ধোয়ার সময় অসাবধানতা বশত হঠাৎ পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত সেখান থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/জেএস