আজ পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে আজকের দিনটি কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকরূপে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।
মঙ্গলবার (৯ আগস্ট) দিনটি উপলক্ষে দেশের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আশুরার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশে সব সরকারি প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে উভয় পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। সেইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ধ থাকবে। পরবর্তীতে বুধবার (১০ আগস্ট) স্বাভাবিক নিয়মে উভয় পুঁজিবাজারে সকাল ১০টায় লেনদেন শুরু হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ