পীরেরবাগ সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২৭ জানুযারি রাতে পীরেরবাগ সোশ্যাল ফাউন্ডেশন রাতে ফুট পাথে ঘুমিয়ে থাকা অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। ফাউন্ডেশনের সভাপতি আবজালুর রহমান আজাদ বাংলা ৭১ নিউজ-কে জানান, ২০১৭ সাল থেকে সুন্দর সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধ এই শ্লোগান কে ধারন করে পীরেরবাগ সোশ্যাল ফাউন্ডেশন তাদের যাত্রা শুরু করে। সমাজের অসহায়, পথশিশু ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকাই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।
তিনি বলেন, রমজানে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী,প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ, ফ্রী হেলথ্ ক্যাম্প সহ যাবতীয় কার্যক্রম করে আসছে।
এছাড়াও করোনাকালীন সময়ে ফ্রী মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এবং সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দেওয়া ছিল ফাউন্ডেশনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ফাউন্ডেশনের সভাপতি আবজালুর রহমান আজাদ প্রতিষ্ঠানটির এমন উদ্যোগের সাথে জড়িত থাকার জন্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য ও সেচ্ছাসেবী সকলকে ধন্যবাদ জানান।
বাংলা৭১নিউজ/সূত্র: প্রেস বিজ্ঞপ্তি