বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহ্নীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির মেধাবী ছাত্র পিয়াস মিয়া হত্যাকান্ডের বিচারের দাবীতে বুধবার বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অভিভাবকরা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সকাল ১১টায় ছাত্র শিক্ষক অভিভাবকরা কালো ব্যাজ ধারণ করে পিয়াসের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন। পরে তারা ফকিরা বাজারের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় পিয়াস মিয়া হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু, চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরে আলম ইফতেখার হোসেন পাভেল, প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, অভিভাবক সদস্য বুলবুল আহমেদ, শিক্ষক হুমায়ুন কবীর, মোঃ শাহজাহান, সহপাঠী রোকেয়া আক্তার ও সোহেল প্রমূখ।
উল্লেখ্য, কর্ণপুর গ্রামের খোরশেদ মিয়ার পুত্র পিয়াস মিয়া গত ২৫ আগস্ট রাত ৯টার দিকে স্থানীয় ফকিরের বাজারে একটি দোকানে বসে গল্প করাকালে তারই বন্ধু পাশ^বর্তী কান্দাপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে রুবেল মিয়া তার বড় বোনের গায়ে হলুদের কথা বলে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। রাত সাড়ে ১২ টার দিকে কান্দাপাড়া গ্রামের স্থানীয় লোকজন পিয়াসকে অজ্ঞান অবস্থায় প্রথমে ফকিরের বাজারে পরে নেত্রকোনা এবং রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/জেএস