বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পিস্তল ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলায় কাটলা বাজারে মাদ্রাসা পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটকের কথা বলা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
আটকরা হলেন ওই এলাকার আজাহার আলীর ছেলে মমিনুল ইসলাম মনির (৩৪) এবং তার স্ত্রী মনিরা আক্তার (২৬)। র্যাব-১৩ কম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সৈয়দ ইমরান হোসেন এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাটলা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় নিজ বাড়ি থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং ১০০ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএইচ