বাংলা৭১নিউজ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে জাটকা নিধনের অপরাধে ১৫ জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জেলেদের এ দণ্ড দেন। নেছারাবাদ থানার পুলিশ ও উপজেলা মৎস্য দফতরের সহায়তায় এই আদালত পরিচালনা করা হয়।
নিষিদ্ধ বাধা জাল ব্যবহার করে জাটকা ও পোনা মাছ নিধনের অপরাধে হাতেনাতে জেলেদের আটক করে এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কাওছার হোসেন জানান, সকালে সন্ধ্যা নদীর ঘনমান এলাকা, স্বরূপকাঠি পল্টুন ও মাগুরা খালের এলাকা থেকে জেলেদের জালসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার মিটার বাধা জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জাটকা ও পোনা সংরক্ষণ আইনে তাদের এই সাজা দেয়া হয়।
বাংলা৭১নিউজ/আর এইচ