বাংলা৭১নিউজ, পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৪০ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
শুক্রবার দুপুরে আশ্রম সড়কে এ ঘটনা ঘটে বলে জানান কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন।
আহতরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অসীম কুণ্ডু (৫৫) এবং বরিশালের বানারীপাড়ার বাবুল সাহা (৫০)। তারা মনোহারী সামগ্রী এলাকায় বিভিন্ন দোকানে সরবরাহ করেন বলে স্থানীয়রা জানিয়েছে।
তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি বলেন, দুই ব্যবসায়ী এলাকা থেকে সংগ্রহ করা প্রায় ৪০ লাখ টাকা নিয়ে স্বরূপকাঠি বন্দরের যাওয়ার জন্য বের হন।
বেলা ২টার দিকে আশ্রম সড়কে দুইটি মোটরসাইকেলে আসা ছয় যুবক তাদের গতিরোধ করে হাতবোমা ফাটায় এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় বাধা দিলে ছিনতাইকারীরা দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা নিয়ে চলে যায়।
ওসি জানান, ঘটনার পর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ মহাজন নাম একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিদ্দিকুর রহমান বলেন, দুজনকেই কুপিয়ে গুরুতর আহত করায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুজনের মধ্যে অসীম কুন্ডুর আঘাত গুরুতর বলে জানান এই চিকিৎসক।
বাংলা৭১নিউজ/এমকিউ