পিরোজপুরের ভান্ডারিয়ায় ১/৩৩ কেভি পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই গ্রিডের আওতায় থাকা ৪ উপজেলায় প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। অরেকটি উপজেলায় এখনো বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হয়।
ভান্ডারিয়া বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, প্রচণ্ড দাবদাহ এবং বিদ্যুতের অতিরিক্ত লোডের কারণে শুক্রবার বিকেলে ভান্ডারিয়ার ১/৩৩ কেভি পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভান্ডারিয়া পাওয়ার গ্রিড উপ-কেন্দ্রের জুনিয়র আবাসিক প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের কারণে ভান্ডারিয়া গ্রিডের অন্তর্ভুক্ত পাঁচটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
তবে আগুন নেভানোর পর চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এখনো সম্বভ হয়নি। ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি পরিবর্তন করে কাঁঠালিয়ায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সে ক্ষেত্রে বরিশাল থেকে নতুন ট্রান্সফরমার না আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ