রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
শনিবার (১৮ জুন) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪৪ বোতল ফেনসিডিলসহ মো. কামরুল হাসান (২৮) ও মো. শামীম আহমেদ (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
এনায়েত কবির আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে। কিছুদিন ধরে তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এমকে