বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের গুলিশাখালী-কেয়ার সড়কে বুধবার বিকেল ৫টার দিকে সড়ক দূর্ঘটনায় তিন ভাই বোনসহ ৪ জন গুরতর আহত হয়েছে। আহতরা হল, চরহোগলাবুনিয়া গ্রামের আবু হাওলাদারের স্ত্রী ফরিদা বেগম (৫৩), ভাই ইন্দুরকানি উপজেলার কালাইয়া গ্রামের আজাহার আলী খানের পুত্র মাওলানা নূরুল হক (৪৫), বোন শাহিনুর বেগম (৪০) ও ভ্যান চালক গুলিশাখালী গ্রামের মৃত. আবু সালেহ পুত্র সোহেল (২৬)।
জানা গেছে, তিন ভাই বোন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশখালী গ্রামের অসুস্থ খালাকে দেখে অটো ভ্যানে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভ্যানটি চাপরাশি বাড়ির ব্রিজের নিকট পৌঁছিলে পিছন থেকে একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ পিক আপটি আটক করেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে ফরিদা বেগম, মাওলানা নূরুল হক ও শাহিনুর বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতলে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস