বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের হাদী ফকিরহাট চরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লুৎফুল হক (৪৮) ও জহির উদ্দিন (৩৪)। তাদের মধ্যে লুৎফুল হক সাহেরখালী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্বরত ছিলেন। জহির উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি চাকরি করতেন বন্ধু চুলা ফাউন্ডেশনে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের চরারকুল এলাকায় একটি দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় রেখেছে কুমিরা হাইওয়ে পুলিশ। তবে পিকআপ চালককে আটক করা যায়নি।
বাংলা৭১নিউজ/জেআই