শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ১৬৩টি, জমা ৩৮৬ কোটি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

পিইসি-জেএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে ডিআরইউ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য সন্তানদের প্রাইমারি এডুকেশন কমপ্লিশন (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করেছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শুক্রবার বিকেলে সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা পত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ বৃত্তি হিসেবে তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা টাইমস ২৪ডট কমের সম্পাদক আরিফুর রহমান দোলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০১৬ সালে পাস করা পিইসি’র ২৮ জন এবং জেএসসি’র ১৮ জনসহ মোট ৪৬ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেয়া হয়।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আবু দারদা যোবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও অভিভাবক শাবান মাহমুদ, অভিভাবকদের পক্ষে সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ দুলাল, দৈনিক নয়াদিগন্তের চিফ রিপোর্টার হারুন জামিল, আরটিভির সুরাইয়া মুন্নী ও সাবিনা ইয়াসমিন, সংবর্ধিতদের মধ্যে সাবরিনা নুজহাত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সাধারণ জ্ঞান অনেক। তারা বিশ^মানের মেধার অধিকারী। আজকের জগৎ উন্মুক্ত, তাই বিশ^মানের শিক্ষা অর্জন করলে তারা বিশে^র যেকোন স্থানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। তিনি আরও বলেন, এই অর্থ বছরে ১৯,৫০০ নতুন মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।

IMG_7686

সভাপতির বক্তৃতায় সাখাওয়াত হোসেন বাদশা বলেন, আমাদের সন্তানদের আরও উন্নত শিক্ষায় উৎসাহিত করার জন্য ডিআরইউ এ ধরনের উৎসাহ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ডিআরইউ’র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, দপ্তর সম্পাদক নয়ন মুরাদ, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম হাসিব, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুমন ও মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

ডিআরইউ’র সদস্য সন্তানদের মধ্যে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলো- শাহ মো. মনোয়ার জাহান কবিরের কন্যা মালিহা মরিয়াম এশা, তারিক আল বান্নার পুত্র শেখ রফিক বিন তরিক, মাইনুল আলমের কন্যা সাবরিনা নুজহাত, মিজানুর রহমানের পুত্র আরাফাত রহমান, শাহদাত হোসেন নিজামের পুত্র আবির শাহদাত পুরব, কাওসার হোসেন খন্দকারের কন্যা কানতা মেহজাবীন, মাহমুদ হাসানের পুত্র মাফি মাফরুহিন হাসান, মো. শহিদুল আলমের কন্যা সায়মা খাতুন, জিয়াউদ্দিন ভূঁঞার কন্যা আনিকা বুশরা, সুরাইয়া মুন্নির কন্যা সিনথিয়া অপশরা, রায়হান আল মুঘনির কন্যা মুমতাহিনা সাম্য, মো. বদিউজ্জামানের পুত্র এম মহিউজ্জামান শাওন, নাজমুল আহমেদ তৌফিকের কন্যা রাফিজা তৌফিক রাকা, নাঈমুল করিমের পুত্র জুলকার নাইন করিম, মো. রেজাউর রহিমের পুত্র মুহসিন রেজা, এইচ এম জামাল উদ্দিনের কন্যা অশিন বিনতে জামাল, কাজী হাফিজুর রহমানের পুত্র কাজী আসিফুর রহমান ও এস এম জাহাঙ্গীরের পুত্র ইনতিসার আহমেদ।

পিইসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলো- মো. শফিকুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম শিফা, মো. কামাল হোসেন তালুকদারের পুত্র মিনহাজ তালুকদার, মিনহাজুর রহমানের কন্যা জান্নাতুল মাওয়া জিনিয়া, মো. নাজমুল হক তপনের কন্যা ফিকাহ্ ফেরদৌস সঞ্চারি, মো. মহসিন হোসেনের পুত্র সাইফুল্লাহ সিফাত, মো. বদরুল আলম চৌধুরীর কন্যা আবিদা আলম, মো. জিয়াউদ্দিন ভূঁঞার পুত্র ফাহিম বখতিয়ার, মো. ফজলুল হকের কন্যা নূর ইয়াদ তারান্নুম স্বপ্নীল, শাহনেওয়াজ দুলালের পুত্র রায়ান নেওয়াজ, মো. সাব্বির হোসেনের পুত্র আহমেদ হোসেন নাসিফ, কে. এম. আলফাজ আনমের কন্যা আানিকা নাওয়ার, মো. হারুনুর রশীদের কন্যা মুমতাহিনা মেহরীন নুহা, লুৎফর রহমানের কন্যা জাফিরা বিনতে রহমান,

মোহাম্মদ জয়ানাল আবেদীনের পুত্র মোহাম্মদ মিশকাত আবেদীন, সাগর বিশ্বাসের পুত্র সাগ্নিক বিশ্বাস, মনিরুজ্জ্বামান উজ্জলের পুত্র সাদমান সাকিবুজ্জামান তাহসীন, সালাহউদ্দীন আহমাদ বাবলুর কন্যা লামিয়া মেহরীন, এম এম কায়সারের পুত্র তেহজিব কায়সার, মো. আমিনুল ইসলামের কন্যা তাইয়্যেবা ইসলাম তাবাসসুম, মো. আমিনুল ইসলামের পুত্র আরিয়ান মির্জা, বিকাশ নারায়ন দত্তের পুত্র বিস্ময় অর্ঘ্য দত্ত, মেহেদী হাসান পলাশের পুত্র হাসান শাহের পলক, মো. আনোয়ারুল হকের পুত্র অনন্য আজিজ নিবিড়, শাবান মাহমুদের পুত্র রোদ্দুর মাহমুদ, শাহেদ সিদ্দিকীর পুত্র ফারহান তানভীর সিদ্দিকী, মরহুম ওমর ফারুকের কন্যা দিপিকা ওমর দিয়া, কাজী ইমরুল কবীর সুমনের কন্যা কাজী আদিবা ফাতিমা ও মশিউর রহমানের পুত্র নাজিম মোহাম্মদ মাসুদ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com