বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে প্রকার ভেদে ৪ থেকে ৫ টাকা। গত বৃহস্পতিবার হিলি স্থল বন্দরের পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪ থেকে ১৬ টাকা, সেই পেঁয়াজই শনিবার বিক্রি হয়েছে ১৯ থেকে ২১ টাকা কেজি দ্বরে।
তবে ব্যবসায়ীরা বলছেন, বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস, সবেবরাত আর সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে টানা কয়েকদিন হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে সেই সাথে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আর এই টানা প্রায় ৬দিন বন্ধ থাকার কারনে রপ্তানি কারকেরা পেঁয়াজ রপ্তানি কমিয়ে দিয়েছে। যার ফলে আমদানিও কমেছে হিলিস্থবন্দর দিয়ে। পাশাপাশি আমদানিকারকেরা নিরুৎসায়িত হয়ে পড়েছেন। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বন্দরের পাইকারি বাজারে, আর যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
বাংলা৭১নিউজ/জেএস