বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের প্রশিক্ষণ দেয়া হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৪ হাজার ২০০ জনকে কারিগরি ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ২০১৮ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ৩৫টি ক্যাটাগরিতে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রচলিত, বাস্তবসম্মত, কার্যকর এবং সমুদ্রবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি কাজ বিবেচনায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এজন্য ব্যয় হবে ২৫ কোটি টাকা।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পায়রা বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, পায়রা বন্দরের জন্য ৮০ মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ, অফিসার্স ও স্টাফ ডরমেটরি নির্মাণ, মাল্টিপারপাস জেটি নির্মাণ, ৩০টন ক্ষমতাসম্পন্ন একটি ক্রেন ক্রয়, ৫ টন ক্ষমতাসম্পন্ন একটি ফর্কলিফট ক্রয় এবং একটি ট্রাক্টর টেইলার ক্রয়ের কাজ চলমান রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে।

সভায় আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ১ হাজার ৫৯ কোটি টাকা ব্যয়ে ৭টি পুনর্বাসন অঞ্চলে ১৪টি প্যাকেজের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাংলা৭১নিউজ/জে আর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com