মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

পায়রাকুঞ্জ ঘাটে অতিরিক্ত ভাড়া, প্রতিবাদ করলেই লাঞ্ছিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা পরিষদ নিয়ন্ত্রিত পায়রাকুঞ্জ খেয়াঘাটে অস্বাভাবিক যাত্রী হয়রানি চলছে। সেখানে ট্রলার ও স্পিডবোটে পায়রা নদী পারাপারে ইজারাদারের কাছে জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা।

যাত্রীদেরঅভিযোগ করেছেন ইজারাদারের লোকজন তাদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলেই ভাইয়া বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হয়।

স্থানীয়রা জানান, পায়রা নদীর পায়রাকুঞ্জ থেকে মির্জাগঞ্জে যাতায়াতের জন্য একমাত্র ভরসা ফেরি ও খেয়াঘাট। খেয়ার ইজারাদারের সঙ্গে যোগসাজশ করে দিন-রাত মিলিয়ে মাত্র তিনবার ফেরি যাতায়াত করে। এ সুযোগে ইজারাদারের লোকজন যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মাফিক ভাড়া আদায় করে। যা সবাই জানে।

তারা বলেন, এনিয়ে ঘাটে ভাড়া নিয়ে প্রতিদিন ইজারাদারের পেটোয়া বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হয় সাধারণ যাত্রীদের। জেলা পরিষদ কর্তৃক ভাড়া আদায়ের চার্ট দেয়া হলেও তা উল্টো করে রাখা হয়। নির্ধারিত ভাড়ার দুই থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করা হয়।

পটুয়াখালী জেলা পরিষদের মালিকানাধীন এই খেয়াঘাটের নির্ধাারিত টোল হচ্ছে- জন প্রতি ১০ টাকা, চালকসহ বাইসাইকেল ১২ টাকা, চালকসহ মোটরসাইকেল ২৫ টাকা, রিকশা/ভ্যান/ঠ্যালাগাড়ি ১৩ টাকা, গরু/মহিষ এক বছরের উপরে ১৫ টাকা, এক বছর পর্যন্ত ১০ টাকা, ছাগল/ভেড়া ৮ টাকা।

এছাড়া ১৫ কেজির উপরে মালামাল ০.২৫ টাকা, সিমেন্ট/ সার /চালের বস্তা ৫০ কেজি পর্যন্ত ৮ টাকা, ৫০ কেজির উপরে ১০ টাকা, আসবাবপত্র প্রতিটি ১৫ টাকা, ডেউটিন প্রতি বান্ডিল ২০ টাকা, হাঁস/মুরগি ভর্তি খাঁচা ১৫ টাকা। এছাড়া শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের কাছ থেকে কোনো টোল আদায় করা যাবে না। কিন্তু সেই নিয়মের কোনো তোয়াক্কা করে না ইজারাদারের লোকজন।

যাত্রী সফিকুল, সিহাব, সুমন অভিযোগ করেন, পায়রাকুঞ্জ খেয়াঘাটে ইচ্ছেমতো টোল আদায় করা হয়। জনপ্রতি আদায় করা হয় ২০ থেকে ২৫ টাকা। খেয়াঘাটে মোটরসাইকেলে একাধিক লোক থাকলে ৬০ থেকে ৮০ টাকা নেয়া হয়। আর অটো বা মালামালসহ দুইজন হলে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়।

তারা বলেন, একটি সিন্ডিকেট এ খেয়াঘাট নিয়ন্ত্রণ করছে। আর ওই সিন্ডিকেটের লোকজন ট্রলারে যাত্রী পারাপার করে থাকে। তারা ইচ্ছেমতোই ভাড়া আদায় করে থাকে। এ ব্যাপারে সিন্ডিকেটের বিরুদ্ধে কারও কথা বলার সাহস পর্যন্ত নেই।

যাত্রী সওয়াম মিয়া বলেন, সম্প্রতি আমি আর আমার এক বন্ধু খেয়া পার হই। মোটরসাইকেলও আমরা দুইজনসহ ৬০ টাকা ভাড়া রেখেছে ইজারাদারের লোকজন। আমরা প্রতিবাদ করলে ইজারাদারের ভাইয়া বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হয়।

সম্প্রতি টোল আদায়কারী জহিরুল ইসলাম মনু বলেন, এ ঘাটের ইজারাদারকে দিয়ে আপনি কী করবেন? ভাড়া আমরা যা চাই তাইই দিতে হবে।

বেশি টাকা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আপনি কে? শেখ হাসিনা নিজেও যদি এখানে আসে তাও একই টাকা দিতে হবে। টাকা দিয়ে ঘাট নিয়েছি, এখানে আমরা যা বলব তাই হবে।

এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমান বলেন, বাড়তি টাকা আদায় করা হলে তাদের ইজারা বাতিল করা হবে- মর্মে ইতোমধ্য খেয়াঘাটের ইজারাদারকে নোটিশ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইতোমধ্যে জরিমানা করেছে এবং জরিমানা আদায় করার পরে তাদের চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের ইজারা চূড়ান্ত বাতিল করা হবে।

এদিকে সরকার খেয়াঘাটে নিয়োজিত অসাধু ইজাদারের অত্যাচার থেকে সাধারণ যাত্রীদের দ্রুত মুক্তি দেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com