ফরিদপুরের রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বুধবার (২৮ মার্চ) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযানে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
দুদক সূত্রে আরও জানা যায়, দুদকের ফরিদপুর অফিসের একটি এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযোগের তীর পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়া। অভিযান পরিচালনাকালে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
টিম দেখতে পায়, পাসপোর্ট অফিসের সামনে আবেদন করিয়ে দেওয়ার কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের যোগসূত্রে সরকারি ফির অতিরিক্ত অর্থ দিলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায়, অন্যথায় ভোগান্তির শিকার হতে হয়। অভিযানকালে প্রাপ্ত অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ